কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কোদালিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া পুলিশ। তাঁরা হলেন উপজেলার ঘাগড়া গ্রামের নবী হোসেন (৩১) ও শাহ আলম (৩৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে কোদালিয়া চৌরাস্তা এলাকায় মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে। এমন খবরের প্রেক্ষিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।