হোম > ছাপা সংস্করণ

ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হলেন আ.লীগ নেতা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

নৌকা প্রতীক দিয়ে তা আবার ফিরিয়ে নেওয়ায় নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদার।

চতুর্থ ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর টগবী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন হাওলাদারকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও একদিন পর তা ফিরিয়ে নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরীকে। মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন জসিম উদ্দিন হাওলাদার। ২৫ নভেম্বর বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

জসিম উদ্দিন বলেন, ‘ আমার দুঃখ নাই। কারণ টগবী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছেন। আমি ভোটারদের উৎসাহে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করব।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত করেছেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ