হোম > ছাপা সংস্করণ

আশা জাগছে সূর্যমুখী চাষে

চৌদ্দগ্রাম প্রতিনিধি

আবু বক্কর ছিদ্দিক জাবেদ। সদ্য ডিগ্রি পাস করেছেন। তাঁর বাড়ির পাশে অনাবাদি জায়গায় সূর্যমুখী চাষ করে পুরো উপজেলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। জাবেদের দেখাদেখি অন্য যুবকেরাও আগ্রহ প্রকাশ করছেন সূর্যমুখী আবাদের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার পুরো উপজেলায় মাত্র পাঁচ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। তবে জাবেদের মতো শিক্ষিত যুবকেরা এগিয়ে এলেই চৌদ্দগ্রামে ভবিষ্যতে সূর্যমুখীর আবাদ আরও বাড়বে। এর ফলনও ভালো হবে।

উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা গ্রামে জাবেদের সূর্যমুখী বাগানে গিয়ে দেখা গেছে, অনেক দর্শনার্থী ভিড় করে আছেন। জানতে চাইলে জাবেদ বলেন, ‘আমি এবার ফেনী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেছি। নানার বাড়িতে থাকা অবস্থায় দেখেছি সূর্যমুখী চাষ করতে। সূর্যমুখী চাষের সুফল সম্পর্কে সেখানেই জানতে পারি। কীভাবে সূর্যমুখী চাষ করতে হয় তা নানার বাড়ির এক ভগ্নিপতির কাছ থেকে শিখেছি। সূর্যমুখী ফুল দেখতে সুন্দর। আর এর তেল স্বাস্থ্যের জন্য উপকারী। এ সব কথা শুনে আমি উদ্বুদ্ধ হই। বাড়িতে এসে ছয় শতক অনাবাদি জায়গায় সূর্যমুখীর চাষ শুরু করি। ফলন ভালোই হয়েছে। আমার চাষের খবর শুনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এগিয়ে এসেছেন। তাঁরা আমাকে নিয়মিতভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কীভাবে গাছের পরিচর্যা করতে হয়, তা বলে দিচ্ছেন। আমি পরীক্ষামূলকভাবে এ ছয় শতক জায়গায় সূর্যমুখীর আবাদ করে সফলতা পেয়েছি। আগামী বছর আরও বেশি জায়গায় সূর্যমুখী আবাদ করব।’

অনেক যুবক প্রতিদিন জাবেদের সূর্যমুখী বাগান দেখে নিজেদের আগ্রহের কথা জানাচ্ছেন বলে জানা গেছে।

জগন্নাথদীঘি কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রেজা বলেন, ‘সূর্যমুখী বাগান করার পরে জাবেদ আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা নিয়মিত তাঁকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, সূর্যমুখী তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। এ তেলে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল আছে। এর মধ্যে ভিটামিন এ ও সি রয়েছে। সূর্যমুখী উৎপাদন খরচ কম। রবি মৌসুমে এই ফসল ভালো হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ