হোম > ছাপা সংস্করণ

২ হাজার জেলের বিকল্প কর্মসংস্থান

প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর) 

চাঁদপুরের মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় নিবন্ধিত ২ হাজার ১০ জন জেলের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে বাকি জেলেদের ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৩১৮। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে নিবন্ধিত মোট জেলে ছিলেন ৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে হালনাগাদে যাচাই-বাছাই করে বাতিল হয়েছে ২৬৮ জন।

এখন পর্যন্ত এসব নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ছাগলসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন ২ হাজার ১০ জন। বাকি ৩ হাজার ৩০৮ জন নিবন্ধিত জেলেদের মধ্যে ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, নিবন্ধিত জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ক্রমান্বয়ে বাকিদের ও ব্যবস্থা করা হবে।

এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদ করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন কারণে ২৬৮ জেলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ