চাঁদপুরের মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় নিবন্ধিত ২ হাজার ১০ জন জেলের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে বাকি জেলেদের ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৩১৮। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে নিবন্ধিত মোট জেলে ছিলেন ৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে হালনাগাদে যাচাই-বাছাই করে বাতিল হয়েছে ২৬৮ জন।
এখন পর্যন্ত এসব নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ছাগলসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন ২ হাজার ১০ জন। বাকি ৩ হাজার ৩০৮ জন নিবন্ধিত জেলেদের মধ্যে ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, নিবন্ধিত জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ক্রমান্বয়ে বাকিদের ও ব্যবস্থা করা হবে।
এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদ করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন কারণে ২৬৮ জেলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।