তারাগঞ্জে আলুখেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর শাইলবাড়ি মাদ্রাসার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ওই বৃদ্ধার নাম কিরণ বালা (৬৫)। তিনি বদরগঞ্জ উপজেলার মুচিরহাট সরদারপাড়া গ্রামের মকদুল রায়ের স্ত্রী।
এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন কিরণ বালা গত সোমবার নিখোঁজ হন। গতকাল ভীমপুর শাইলবাড়ি মাদ্রাসার পাশের একটি আলুখেতে তাঁর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজন জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।