হোম > ছাপা সংস্করণ

৩ বিদ্রোহীকে আ.লীগ থেকে অব্যাহতি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন বিদ্রোহীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ বিদ্রোহীদের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে ফুলবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে তিনজন বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া প্রার্থীরা হলেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মানিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শিমুলবাড়ী ইউপির চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম সোহেল এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ভিটা ইউপির চেয়ারম্যান প্রার্থী খয়বর আলী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা দুরান বলেন, অব্যাহতিপ্রাপ্ত নেতাদের নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে তাঁরা সরাসরি নির্বাচনে প্রার্থী হয়েছেন। এ জন্য তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ