সাতক্ষীরার সংকট ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি)মোহাম্মদ হুমায়ূন কবিরের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মডেল মসজিদ, বিসিক শিল্প নগরী, শহরের যানজট, বিনেরপোতা থেকে রামচন্দ্রপুর বাইপাসের অগ্রগতি সাতক্ষীরা প্রাণ সায়ের খালের অনিয়ম-দুর্নীতির তদন্ত বিষয় এবং জেলার অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি. এম নুর ইসলাম, সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. মো. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, ফারহা দীবা খান সাথি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু প্রমুখ।