হোম > ছাপা সংস্করণ

সহিংসতাবিরোধী কনসার্ট

‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাঁদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘সহিংসতাবিরোধী কনসার্ট’। আজ ২২ অক্টোবর বেলা ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। কনসার্টের উদ্দেশ্য দেশব্যাপী চলমান সহিংসতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ। এ প্রতিবাদের ভাষা হবে গান, নৃত্য, কবিতা।

কনসার্টে দেশের পরিচিত ব্যান্ডের পাশাপাশি থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনা। অংশ নেবে ব্যান্ড শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলী, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিক, অসৃক, অর্জন, বুনোফুল, শিল্পী জয় শাহরিয়ার, তুহিন কান্তি দাস, সাহস মোস্তাফিজ, লালন মাহমুদ, নাঈম মাহমুদ, প্রিয়াঙ্কা পাণ্ডে, যশ নমুদার, উদয়, অপু, উপায়, অনিন্দ্য প্রমুখ। নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা, আবু ইবনে রাফি। মূকাভিনয় করবেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কনসার্টে অংশ নেওয়া। আবহমানকাল ধরে আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা হুমকির মুখে। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, তারা অন্যের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময়ই ছিল, আছে, থাকবে।’

শিল্পী সাহস মোস্তাফিজ বলেন, ‘ভাবতেও কষ্ট হয় এই বাংলার বুকে এমন সহিংসতা, এত ধর্মান্ধতা, এত বোধশূন্যতা! সাংস্কৃতিক বোধই পারে এই অন্ধকার দূর করতে। সেই আওয়াজ উঠুক ঘরে, বাইরে—সবখানে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ