মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক খাদ্যমন্ত্রী ফণিভূষণ মজুমদারের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। তিনি বলেন, ‘ফণিভূষণ মজুমদার হিন্দু ছিলেন আর আমি মুসলিম। আমার কাছে উনি হিন্দু-মুসলিম নয়। উনি আমার কাছে আদর্শ। তাঁর আদর্শ ধারণ করা আমাদের দায়িত্ব। আমরা যারা এই প্রজন্মের মানুষ আমাদের ফণিদা’র মতো সততার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করা দরকার।’
আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘বর্তমানে জাতির জন্য প্রয়াত খাদ্যমন্ত্রী বাবু ফণিভূষণ মজুমদারের মতো লোকের খুবই অভাব। তিনি নীতি আর আদর্শে প্রশ্নে কখনো আপোষ করেনি। এ দেশের স্বাধীনতা ও মানুষের জন্য আজীবন লড়াই সংগ্রাম করেছেন, জাতির জন্য ত্যাগ করেছেন। দীর্ঘ জীবনে তিনি ২৭ বছর জেল খেটেছেন। এ ত্যাগী নেতার নীতি ও আদর্শকে ধারণ করে আমাদের পথ চলা উচিত।’ ফণিভূষণ মজুমদার স্মৃতি সংসদের সভাপতি অধ্যক্ষ কানাইলাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক উপসচিব শামসুল হক মোল্লা প্রমুখ।