শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরের সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন দাখিল শেষ হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা সদরে দায়িত্বরত সাত ইউনিয়নের তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪০ জন, সাধারণ সদস্য পদে জন ২৪০ ও সংরক্ষিত পদে নারী সদস্য ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন।
গত ১০ নভেম্বর নির্বাচন কর্তৃক চতুর্থ ধাপের জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইউনিয়নগুলো হচ্ছে, কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়ন।
এদিকে মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচনী এলাকাগুলোতে উৎসবের আমেজ ছিল। সকাল থেকে প্রার্থীরা তাঁদের সমর্থকদের নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা সদরে আসেন। কোনো কোনো প্রার্থী শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় বিভিন্ন প্রার্থীদের মিছিলে আর স্লোগানে উৎসবমুখর হয়ে উঠে উপজেলা পরিষদ এলাকা।