হোম > ছাপা সংস্করণ

৬ জনের নামে মামলা ৩ দিনের রিমান্ড

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ছয় জঙ্গির নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে গতকাল রোববার সকালে সদর থানায় একটি মামলা করেছে র‍্যাব। এতে অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে। গতকাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের বিকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এতে পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের শরিফুল ইসলাম শরিফকে (৩৪) প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন অভিযানে গ্রেপ্তার হওয়া সোনারায় ইউনিয়নের উত্তর মুশরত কুখাপাড়ার দুই ভাই জাহিদুল ইসলাম (৩০) ও অহিদুল ইসলাম (২৮); সংগলশী ইউনিয়নের বালাপাড়ার আব্দুল্লাহ আল মামুন ওরফে সুজা (২৬); চড়াইখোলা ইউনিয়নের বন্দর চড়াইখোলা গ্রামের ওয়াহেদ আলী (২৮) এবং তেলিপাড়া জামে মসজিদের ইমাম নূর আমিন (৩৫)। তবে পলাতক রয়েছেন প্রধান আসামি শরিফুল ইসলাম।

র‍্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া পাঁচ জেএমবি সদস্যকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁরা জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য।

তিনি আরও জানান, প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আরও কারা জড়িত রয়েছেন, তাঁদেরও বের করার কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করে র‍্যাবের বোম ডিসপজাল ইউনিটের সদস্যরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ