গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীসহ চারজনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার মোমিনপুর গ্রামে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকী ওরফে মানিক (৩০), তাঁর বাবা ও প্রতিষ্ঠানটি উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক (৬৩), কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন (৩০) এবং ব্যবস্থাপক মিনারুল ইসলাম (৩৫)।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন করে ঝিনাইদহ (সিপিবি ২) র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এসব তথ্য জানান।
শরিফুল আহসান জানান, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। প্রতিষ্ঠানটি পণ্য সরবরাহের নামে প্রায় আট কোটি টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার প্রতারণার শিকার আতিকুর রহমান উজ্জ্বল চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। মামলার পর র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে চারজনকে আটক করে।
শরিফুল আহসান জানান, ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের যাত্রা শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। প্রথম দিক থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন অফারের মাধ্যমে জনসাধারণকে আকৃষ্ট করে। বর্তমানে তাদের প্রোডাক্ট ঘাটতির পরিমাণ ৭ থেকে ৮ কোটি টাকা প্রায়। কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারসহ কার্যক্রম বন্ধ রাখে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মহসীন বলেন, আসামিদের এক সপ্তাহের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।