হোম > ছাপা সংস্করণ

টাকা নিয়ে পিঠটান জাপা প্রার্থীর, দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন আলমগীর কবির মজুমদার। তিনি জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক। ২০১৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও ভোটের মাঠে বেশ শক্ত অবস্থানে ছিলেন তিনি। দলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতেই শেষ পর্যন্ত মাঠে থাকবেন।

কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকার পরও সেই প্রতিশ্রুতি ভেঙেছেন তিনি। প্রার্থিতা প্রত্যাহার করে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। অভিযোগ উঠেছে, নৌকার প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে সরে গেছেন আলমগীর। এ জন্য তাঁকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, গঠনতন্ত্রের ২০/১(১) ক ধারা মোতাবেক জাপা চেয়ারম্যান জি এম কাদের এ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর হয়েছে।

মাহমুদ আলম বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আলমগীর। ওই প্রার্থীকে সঙ্গে নিয়েই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে আলমগীর কবির মজুমদারকে ফোন করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে ঢুকছি। পরে কথা বলব।’ পরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ