ভারতের মধ্যপ্রদেশের চান্দ্রেই শহরের এক লোককাহিনি নিয়ে অমর কৌশিক বানিয়েছিলেন হরর কমেডি সিনেমা ‘স্ত্রী’। রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ছয় বছর পর গত ১৫ আগস্ট মুক্তি পায় এর সিকুয়েল ‘স্ত্রী ২’। ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার রেকর্ড গড়েছে এটি। বাংলাদেশের দর্শক প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারবে সিনেমাটি। আজ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। কিন্তু সেন্সর সনদ হাতে না পাওয়ায় আগামী ১ নভেম্বর বাংলাদেশের হলে স্ত্রী ২ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র।
স্ত্রী ২ সিনেমার গল্প চান্দ্রেই শহরের। হঠাৎ করেই এই শহরে আবির্ভূত হয় মস্তকবিহীন এক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের দেখা হয় শ্রদ্ধার সঙ্গে। ভূত তাড়াতে সহযোগিতা করতে চায় সে। ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে নামে সবাই। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত। এই শহরে এসেছিল প্রতিশোধ নিতে।
স্ত্রী ২ দিয়ে প্রায় পাঁচ মাস পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিন্দি সিনেমা। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে দ্য অভি কথাচিত্র। স্ত্রী ২-এর পরিবর্তে ভারত যাচ্ছে মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’।