হোম > ছাপা সংস্করণ

মির্জাগঞ্জে জামানত হারালেন ৭ প্রার্থী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চার ইউপিতে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন। গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে মাধবখালী ইউপিতে দুজন, মির্জাগঞ্জ ইউনিয়নের দুজন, দেউলী সুবিদখালী ইউনিয়নের একজন ও মজিদবাড়িয়া ইউনিয়নের রয়েছেন দুজন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবখালী ইউনিয়নের দুজনের মধ্যে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মিজান ৫৯০ ভোট ও হাতপাখা প্রতীকের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম ৮১৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। মির্জাগঞ্জ ইউনিয়নে দুজনের মধ্যে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইলিয়াস ৪৯ ভোট ও ঘোড়া প্রতীক থেকে স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন ১০৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। দেউলী সুবিদখালী ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুস সত্তার মৃধা ১হাজার ৩৯৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এবং মজিদবাড়িয়া ইউনিয়নের ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. উজ্জল ২৮৪ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আব্দুল লতিফ হাওলাদার ৮৪০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাপ্ত ভোটকে আট ভাগ করার পর এক ভাগের (সাড়ে বারো পার্সেন্ট) কম ভোটে পরাজিত হলে ওই প্রার্থীর জামানত হারাবেন। মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে ১ লাখ ৩ হাজার ৭৯ জন ভোটারের মধ্যে ৫৫ হাজার ২০৫ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৪৮টি ভোট।­

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ