করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ার এই সময়ে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কুমারেশ রায়কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ডাংগীরহাট ব্যবসায়ী সমিতির আয়োজনে ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকেল ৫টায় এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, কার্যকরী সভাপতি রবিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।
কুমারেশ রায় গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জাসদ মনোনীত হয়ে মশাল প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
গণসংবর্ধনায় উপজেলার বিভিন্ন স্তরের মানুষ ও প্রতিষ্ঠান উপজেলা জাসদের সভাপতি কুমারেশ রায়কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। ঢাক-ঢোল, সানাই বাজিয়ে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।