পীরগঞ্জ উপজেলায় মোকছেদ আলী (৪৭) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ব্যাটারিচালিত অটো ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই মোকছেদকে গলা কেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবের সংসারে অটো ভ্যানটিই ছিল মোকছেদের পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। গত সোমবার ভ্যান নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি মোকছেদ। মঙ্গলবার সকালে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ওসি সরেস চন্দ্র বলেন, ‘এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের ছেলে হত্যা মামলা করেছেন।