বরিশাল প্রতিনিধি
ইংরেজি নববর্ষে বৈধ কাগজধারী যানবাহন চালকদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মো. সেলিমের নেতৃত্বে গত শনিবার নগরীর আমতলা ও কাকলীর মোড় এলাকায় এ শুভেচ্ছা জানানো হয়।
উপপুলিশ কমিশনার শেখ মো. সেলিম বলেন, যানবাহন চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্ধুদ্ধ করতে বৈধ কাগজপত্রধারীদের লাল গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই মো. রবিউল ইসলাম, আব্দুল রহিম, বিদ্যুৎ চন্দ্র দে প্রমুখ।