হোম > ছাপা সংস্করণ

এই পরিবর্তনটা প্রয়োজন ছিল: শাকিব

নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব খান। আজ বেলা ১১টার দিকে ঢাকায় পা রাখার কথা তাঁর। শাকিবভক্তদের মাঝে তাই উৎসবের আমেজ। প্রিয় নায়কের ফেরার মুহূর্তকে আনন্দে রাঙিয়ে দিতে, তাঁকে সংবর্ধনা জানাতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন তাঁরা।

‘দ্য কিং অব ঢালিউড সুপারস্টার শাকিব খান’ ফেসবুক গ্রুপে শাকিব খানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়ে নানা আয়োজনের কথা জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শাকিবভক্তরা। ওই গ্রুপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ সংলগ্ন এলাকায় শাকিবভক্তদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে হাজারো ভক্ত প্ল্যাকার্ড-ব্যানার-ফেস্টুন হাতে সংবর্ধনা দেবেন প্রিয় নায়ককে।

এত দিন পর দেশে ফিরছেন, তাই শাকিব খানের নিজেরও উচ্ছ্বাস কম নয়। দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে গতকাল তিনি স্মৃতির ঝাঁপি মেলে ধরলেন। বললেন, ‘জীবন যখনই আমাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করেছে—ওপরওয়ালার রহমতে এবং আমার লাখো-কোটি ভক্তের ভালোবাসায় সব সময় জয়ী হয়েছি। যুক্তরাষ্ট্রে বিগত নয়টা মাস আমার জীবনে ছিল একটি চ্যালেঞ্জের মতোই। আবারও আমি ভক্তদের ভালোবাসায় তা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

কেমন কেটেছে যুক্তরাষ্ট্রের দিনগুলো? শাকিব খান জানিয়েছেন, ‘নয়টি মাস ছিল অনেকটা অদৃশ্য শিকলে বাঁধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন। তাঁরা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন, তখনই তাঁদের সকাল।’

গত বছরের নভেম্বরে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর টানা নয় মাস সেখানেই থেকেছেন। এরই মধ্যে হাতে পেয়েছেন গ্রিন কার্ড। এত দিন শাকিব কোনো শুটিং করেননি। নিজের সঙ্গে বোঝাপড়া করেছেন। নতুন পরিকল্পনা করেছেন। অভিনেতার মতে, এই বিরতির প্রয়োজন ছিল। শাকিব খান বলেন, ‘নিজের জীবনদর্শন, বাস্তবতা ও সবকিছুকে নতুন করে চেনা-জানা এবং বোঝার জন্য এই পরিবর্তন ভীষণ প্রয়োজন ছিল। এ সময়ে জীবনের সবকিছু নতুন করে কল্পনায় এঁকেছি। এ সময়টা আমায় পৃথিবী ও নিজের সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করেছে।’

দেশে ফিরে তপু খান পরিচালিত ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার বাকি থাকা একটি গানের শুটিং করবেন শাকিব। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সিনেমাটির অন্যান্য অংশের শুটিং শেষ করেছিলেন তিনি। এতে তাঁর সঙ্গে আছেন শবনম বুবলী। এ ছাড়া সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ সিনেমার শুটিং করারও পরিকল্পনা আছে তাঁর। কাজ শেষ করে নভেম্বরে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ