হোম > ছাপা সংস্করণ

চাল নিতে হট্টগোল, ‘থাপ্পড়’ মেরে সমাধান চেয়ারম্যানের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনতে গিয়ে ডিলারের সঙ্গে দ্বন্দ্বের জেরে সালেক হোসেন (৩৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার তাঁর মা সহিদা বাদী হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, ডিলারসহ সাতজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সালেক উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সালেক হোসেন বলেন, তিনি গত সোমবার দুপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল নেওয়ার জন্য ভবানীপুর বাজারে ডিলারের ঘরে যান। এ সময় লাইনে দাঁড়ানো এক নারী চাল নিতে এক হাজার টাকার নোট বের করে দেন। এতে ডিলার ওই নারীকে ভাংতি টাকা দিতে বলেন। ওই সময় ডিলারদের কাছে কেন ভাংতি টাকা নেই, এমন মন্তব্য করলে ডিলার ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে সালেককে মারধর করেন এবং লাইন থেকে বের করে দেন। পরে চাল না নিয়েই সালেক বাড়িতে ফিরে যান।

এ ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেনসহ কয়েকজন সালেককে বাড়ি থেকে ডেকে ভবানীপুর বাজারে নিয়ে এলে চেয়ারম্যান মামুনুর রশিদসহ কয়েকজন তাঁকে লাঠি দিয়ে মারধর করেন।

সালেক আরও বলেন, তৎক্ষণাৎ চিকিৎসা নিতে চাইলে চেয়ারম্যান ও তাঁর লোকজন বিভিন্নভাবে হুমকি দিয়ে চিকিৎসা নিতে দেননি। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

ডিলার আব্দুর রশিদ বলেন, ‘সালেক চাল নিতে এসে ভাংতি টাকা নিয়ে গালাগাল করেন। এ সময় গোলমাল থামাতে তাঁকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। পরে চেয়ারম্যান তাঁকে ডেকে চড়থাপ্পড় মেরে সমাধান করে দিয়েছেন।’

স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, চাল নিতে গিয়ে ডিলারের সঙ্গে যে ঝামেলা হয়েছিল, তা সমাধানের জন্য সালেককে বাড়ি থেকে ডাকা হয়। পরে চেয়ারম্যান তাঁকে চড়থাপ্পড় দিয়ে সমাধান করে দেন।

চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ডিলারের ঘরে চাল নিতে গিয়ে হট্টগোল করছিলেন সালেক। তাঁরা শুধু হট্টগোল থামিয়ে সমাধান করে দিয়েছেন। সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ