জামালপুর প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সরকার শতভাগ মানুষের করোনার টিকা নিশ্চিত করবে। টিকা চলে এসেছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে। এইচএসসি পরীক্ষার্থীদের সুস্থ রাখতে টিকা দেওয়া হচ্ছে।
গতকাল রোববার সকাল ৯টায় জামালপুরে মির্জা আজম অডিটোরিয়ামে এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের টিকাপ্রদান কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডা. মুরাদ হাসান বলেন, সকাল থেকেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা টিকা নিতে উৎসাহ নিয়ে এসেছেন। এ সময় জেলা প্রশাসক মোর্শেদা জামান, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস উপস্থিত ছিলেন।