রাজবাড়ীতে একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের রাজবাড়ী জুট মিলে এই ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রাজবাড়ী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। আগুনে মিলের চট, সুতা, যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ পুড়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, আগুনে মিলের এক নম্বর ইউনিটের মেশিন, পাট, পাটের চটসহ বিভিন্ন উপকরণ পুড়ে গেছে। মিলের বাইরে দাঁড়িয়ে রয়েছে কয়েক শত মানুষ।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে আগুন লাগে। মুহূর্তেই গুদামের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজবাড়ী, ফরিদপুর, পাংশা, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার বলেন, মিলের এক নম্বর ইউনিটের মেশিন ও মালামাল পুড়ে গেছে। ইমারেশন প্ল্যান্ট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন তাঁরা।
ফায়ার সার্ভিসের ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, গতকাল সকাল ৬টার দিকে তাঁরা সংবাদ পেয়ে রাজবাড়ী ও ফরিদপুর মিলে মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইমারেশন প্ল্যান্ট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তাঁরা। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।