হোম > ছাপা সংস্করণ

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার জানান, পূর্ব ইসলামপুর ইউপিতে চেয়ারম্যান পদে মুল্লুক হোসেন নৌকা, মো. বাবুল মিয়া ঘোড়া, আলমগীর আলম আনারস, ইলিয়াছুর রহমান মোটরসাইকেল, আমিনুল হক অটোরিকশা, হাফেজ ইমতিয়াজ উদ্দিন হাতপাখা এবং মাসুক মিয়া টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন।

তেলিখাল ইউপিতে চেয়ারম্যান পদে মো. নুর মিয়া নৌকা, কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া আনারস এবং সুজন মিয়া অটোরিকশা প্রতীক পেয়েছেন।

ইছাকলস ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে এখলাছুর রহমান নৌকা, আবু সাদ আব্দুল্লাহ ঘোড়া, সাজ্জাদুর রহমান সিএনজি, মো. কুটি মিয়া মোটরসাইকেল, কাজী জসিম উদ্দিন আনারস এবং ফিরোজ আলী হাতপাখা প্রতীক পেয়েছেন।

উত্তর ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. জহিরুল হক জানান, উত্তর রনিখাই ইউপিতে চেয়ারম্যান পদে মো. ফয়জুর রহমান নৌকা, মো. ফরিদ উদ্দিন ঘোড়া এবং মো. গিয়াস উদ্দিন আনারস প্রতীক পেয়েছেন। দক্ষিণ রনিখাই ইউপিতে চেয়ারম্যান পদে ইকবাল হোসেন ইমাদ নৌকা, শামস উদ্দিন শাহিন টেলিফোন, এমএ হান্নান আনারস, শাহাব উদ্দিন মোটরসাইকেল, মো. সমছুল হক ঘোড়া, মন্তাজ আলী অটোরিকশা এবং মুসলেহ উদ্দিন চশমা প্রতীক পেয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ