হোম > ছাপা সংস্করণ

নগরীতে হঠাৎ বেড়েছে চুরি, গুরুত্ব পুলিশের

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে চলতি মাসে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চুরির ঘটনা। শীত মৌসুম শুরুর আগেই বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। চলতি মাসেই চুরির ঘটনায় পাঁচটি মামলা হয়েছে বলে কোতোয়ালি থাকা সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে চুরি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাঘেরকান্দা এলাকার আরজ ব্যাপারী মোড়ের হার্ডওয়্যারের দোকানের ১১টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।

ওই দোকানের মালিক মিয়া হোসেন বলেন, রাতে দোকানে তালা লাগিয়ে বাসায় যাই। মধ্যরাতে খবর পাই আমার দোকানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে জানতে পারি, দোকানের সামনে ট্রাক রেখে ১১টি তালা কেটে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানটিই ছিল আমার শেষ অবলম্বন। দোকানের সবকিছু চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।

নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি বেড়ে গেছে। আমি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি। এই চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘শীত আসায় আগের তুলনায় একটু চুরি বেড়েছে। তবে পুলিশও প্রস্তুত রয়েছে। চলতি মাসে পাঁচটি মামলা হয়েছে চুরির ঘটনায়।’

ওসি আরও বলেন, ‘দোকানে চুরির ঘটনা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। চুরির ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দোষীদের অচিরেই আইনের আওতায় আনা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ