হোম > ছাপা সংস্করণ

আজ অষ্টগ্রাম মুক্ত দিবস

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ঐতিহাসিক অষ্টগ্রাম মুক্ত দিবস আজ ২৭ নভেম্বর। ১৯৭১ সালের আজকের দিনে অষ্টগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার মুক্ত হয়। ১৬ ডিসেম্বরের ১৯ দিন আগে এই দিনে এক সুম্মুখ সমরে পরাজিত হয়ে এখান থেকে হানাদারেরা পিছু হটে।

ওই দিন পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর স্থানীয় রাজাকার, আলবদর ও আল শামসরা অষ্টগ্রাম অবস্থান করছিল। তাদের হটাতে নভেম্বর মাসে তিন দফায় আক্রমণ করেন মুক্তিযোদ্ধারা। ২৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে চলা যুদ্ধে নিকলী উপজেলার সদর ইউনিয়নের সাইদ্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন শহীদ হন। এর পর মুক্তিযোদ্ধাদের আক্রমণ আরও তীব্র হয় এবং রাজাকার ও হানাদার বাহিনী একপর্যায়ে স্টিমার নিয়ে পালিয়ে যায়।

যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা অষ্টগ্রাম থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন। অষ্টগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ১৯৯৫ সালে ২৭ নভেম্বরে শহীদ সাহাব উদ্দিনের স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আফতাব বলেন, ‘২৭ নভেম্বর সম্মুখযুদ্ধে আমাদের সহযোদ্ধা সাহাব উদ্দিন শহীদ হন। এই যুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের দোসরেরা পালিয়ে যায়। পরে আমরা থানায় জাতীয় পতাকা উত্তোলন করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ