‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ভিশন সেন্টারের সহায়তায় জেলা সদর হাসপাতাল চত্বর থেকে এই র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, হাসপাতালের আবাসিক চিকিৎসা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, এরিয়া ম্যানেজার (স্বাস্থ্য) জুবাইদুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মাহমুদুল হক সিয়াম, মো. হাবিবুর রহমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক-নার্স এবং ব্র্যাকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।