রাজশাহী নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় ড্রেনের পাশ থেকে নবজাতকের মাথা উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের শরীরের বাকি অংশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাকি অংশটুকু কুকুরে খেয়ে ফেলেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাথাটি উদ্ধার করা হয়।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির বয়স তিন-চার দিন হবে। ড্রেনের পাশে নবজাতকের মাথা নিয়ে টানাটানি করছিল একদল কুকুর। বিষয়টি দেখে থানায় খবর দেন একজন নৈশপ্রহরী। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাথাটি উদ্ধার করে। মাথাটি কাটা ছিল না, তাই ধারণা করা হচ্ছে শরীরের বাকি অংশ কুকুর খেয়েছে।
ওসি এস এম মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘নবজাতকটি কারা সেখানে ফেলে গিয়েছিল তা নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে। এ জন্য মাথাটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সেটির ময়নাতদন্তও হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’