হোম > ছাপা সংস্করণ

হিট জুটির নতুন চমক

ভালোবাসা দিবসের সকালে এমন ঘোষণা আসবে, সেটা নিশ্চয়ই আন্দাজ করেননি কেউ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তর সোশ্যাল মিডিয়ায় এ দিন একযোগে শেয়ার করা হলো বিয়ের কার্ড! ‘সবিনয় নিবেদন’ লেখা ডিজিটাল আমন্ত্রণপত্রটি পৌঁছে গেল সবার ফোনে ফোনে। তাতে লাল ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা অক্ষরে লেখা, ‘বিগত তিন দশকেরও বেশি সময় একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি—প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ ও সকলের ভালোবাসা নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই।’

এটুকু পড়ে চোখ কপালে উঠেছিল ভক্তদের। পরের লাইন পড়ে হয়তো কেউ কেউ বুঝতে পারলেন আসল ঘটনা, ‘পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর হাট্টিমাটিম টিম।’ মূল ব্যাপার হলো—অনেক দিন পর আবার একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা।

একসময়ের এই জনপ্রিয় জুটি দীর্ঘ প্রায় দেড় দশক এক সঙ্গে অভিনয় করেননি। বিরতি কাটিয়ে শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’ (২০১৬) সিনেমায় অভিনয় করেন। ফলও আসে হাতেনাতে, সুপারডুপার হিট হয় ‘প্রাক্তন’। এর দুই বছর পর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ সিনেমায়ও দেখা যায় তাঁদের।

চার বছর পর আবারও একসঙ্গে এক সিনেমায় হাজির হবেন তাঁরা। নাম প্রকাশ না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন সম্রাট শর্মা। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই পাত্র-পাত্রী খোঁজা চলছিল। বিয়ের মৌসুম চলছে, তার ওপর ভালোবাসার দিন। এ রকম শুভসংবাদ জানানোর এটিই মোক্ষম সময়।’ শিগগিরই শুরু হবে নতুন সিনেমার শুটিং।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ