প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে এ হাওরে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জেলা মৎস্য অফিস ও শান্তিগঞ্জ মৎস্য অফিসের যৌথভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন ভ্রাম্যমাণ নেতৃত্ব দেন। পরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।