রণবীরের উড়াল
এবার কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের সারিতে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। উৎসবে অংশ নিতে আগেই কানে গেছেন দীপিকা। এবার ছুটলেন রণবীর সিং। গতকাল সকালে ফ্রান্সের উদ্দেশে ভারত ছেড়েছেন রণবীর। দীপিকাকে ভীষণ মিস করছিলেন। তাই সদ্য মুক্তি পাওয়া ‘জয়েশভাই জোরদার’ সিনেমার প্রমোশন আর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং থেকে ছুটি নিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে উড়াল দেন অভিনেতা। এবার কান উৎসবে তাই একসঙ্গে দেখা যাবে রণবীর-দীপিকাকে।
লাগেজ হারিয়ে বিপাকে
গোলাপি পোশাকে কান উৎসবে আলো ছড়িয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। ভারত থেকে আমন্ত্রিত ১১ জনের মধ্যে এবার পূজাও আছেন। বুধবার রেডকার্পেটেও হেঁটেছেন। তবে ওই পর্যন্ত পৌঁছুতে অনেক বিড়ম্বনার ভেতর দিয়ে যেতে হয়েছে পূজাকে। তাঁর দুটি লাগেজের মধ্যে একটি থেকে গেছে ভারতে, গাড়ির মধ্যে। অন্যটিও হারিয়ে ফেলেছিলেন প্যারিস বিমানবন্দরে। পোশাক, গয়না, মেকআপ—সবই ছিল তাতে। সারাদিন সেই লাগেজ খুঁজতে খুঁজতে সকাল, দুপুর কিছুই পেটে পড়েনি অভিনেত্রীর। হাতব্যাগে যে হালকা গয়না ছিল, তা দিয়েই সেজেছেন। দ্রুততম সময়ে বিকল্প পোশাক জোগাড় করে শেষ মুহূর্তে পা রাখতে পেরেছেন রেডকার্পেটে। গতকাল এ অভিজ্ঞতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।
অ্যান ও জুলিয়ার দেখা
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও জুলিয়া রবার্টসেরও দেখা পাওয়া গেছে এবারের উৎসবে। তাঁরা এসেছিলেন ‘আরমাগেডন টাইম’ সিনেমার প্রিমিয়ারে। জেমস গ্রে পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। আর জুলিয়া রবার্টস এসেছিলেন প্রিমিয়ার উপভোগ করতে। ওই সময় প্রিমিয়ারে ঐশ্বরিয়া রাই এবং জুরি মেম্বার হিসেবে রেবেকা হল ও দীপিকা উপস্থিত ছিলেন। সাদা পোশাকে অ্যান হ্যাথাওয়ে আর কালো জাম্পস্যুটে জুলিয়া রবার্টস যেন উৎসবের সবটুকু আলো কেড়ে নিয়েছিলেনসেদিন!