নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শোভাযাত্রা করা হয়।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলার সাবেক কমান্ডার অহিদুর রহমান প্রমুখ।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় ভোলা। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে ভোলাকে শত্রুমুক্ত করেন। এই দিন ভোরে পাকিস্তানি সেনারা একটি লঞ্চে করে গোপনে পালিয়ে যাওয়ার সময় বিমান হামলায় নিহত হয়। একই দিন কালেক্টরেট ভবনে পতাকা উড়িয়ে ভোলাকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা।