বিশ্বনাথ পৌরসভার শাহজিরগাঁও গ্রামে শেখ মামুন উল্লাহ ক্রিকেট একাডেমির উদ্যোগে গতকাল শনিবার ৩০০ অসহায় মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
কারিকোনা জামে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ আলীর সভাপতিত্বে ও শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী শেখ নেছার আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল জালাল, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল হক মেম্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহজিরগাও জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ আতিকুর রহমান।