মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে জসিম গাজী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্বজনদের দাবি। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জসিম উপজেলার জয়পুর গ্রামের আব্দুস সুবহান গাজীর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন জসিম। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
মনিরামপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’