ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর কুড়িঘর গ্রামের এরশাদুল হক ও বাদল সরকার হত্যা মামলার আসামি বাবুল মিয়া (৪৫) ও মহসিন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
নবীনগর থানা-পুলিশ জানায়, এর আগে গত সোমবার রাতে ঢাকার পল্টন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা নূরে আলম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। এই নিয়ে জোড়া খুন মামলার ৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এ মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।