সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আরও পাঁচ আসামির পৃথক দুটি আপিল নামঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। গত বুধবার সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই আদেশ দেন।
আপিল করা সাজাপ্রাপ্ত পাঁচ আসামি হলেন জাবিদ রায়হান লাকী, আলতাফ হোসেন, সাহেব আলী, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন ও ট্রলি সাইফুল। আইনজীবী সূত্র জানায়, এই পাঁচজনের মধ্যে জাবিদ রায়হান লাকী একটি ক্রিমিনাল আপিল (নম্বর ৪৯/২১) এবং বাকি চারজন অপর ক্রিমিনাল আপিলটি (নম্বর ৪২/২১) করেন জেলা ও দায়রা জজ আদালতে। শুনানি শেষে আদালত বুধবার আদেশে আপিল দুটি নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় ধর্ষণের শিকার একজন মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টার দিকে তিনি সফরসঙ্গীদের নিয়ে যশোর যাওয়ার পথে কলারোয়া বাজারে বিএনপি অফিসের সামনে তাঁর গাড়িবহরে হামলা হয়। এ ঘটনায় ১৯ বছর আগে করা মামলার রায় হয় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি। রায়ে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালত মামলার ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। তাঁদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।