ভোলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অপরাধে সোহাগ (২৮) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী শিবপুর ইউনিয়নের চাউলতাতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিলেন। এ সময় তাঁদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়।
উল্লেখ্য, গত কয়েক দিনে শিবপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জসিমউদদীন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন রাকিবের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। গতকাল শনিবার ওই ইউপিতে থমথমে অবস্থা বিরাজ করতে দেখা গেছে। রতনপুর বাজারে নৌকা প্রার্থী ও শিবপুরে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের অবস্থান এবং মহড়া দিতে দেখা গেছে। ভোলা সদরের শিবপুর ইউপিসহ ১২ ইউপিতে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি এনায়েত হোসেন জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্ত রয়েছে।