বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। সমাপনী দিনে গতকাল শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে রচনা, কবিতা আবৃতি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখায়েত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে দুই দিনের অনুষ্ঠানে উদ্বোধন করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।
এদিকে গতকাল আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যথাক্রমে ছানো অং চাক, এ কে এম সাইফুদ্দিন ও বাদল ঘোষ নাথ।