হোম > ছাপা সংস্করণ

রণবীরের পর কার্তিকের নায়িকা তৃপ্তি দিমরি

তৃপ্তি দিমরি অভিনয় শুরু করেছেন বেশ আগে। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’ দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু হয়। পরের বছর ‘বুলবুল’ ও ২০২২ সালে ‘কালা’ ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা পান। তবে তৃপ্তি সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন গত বছর ‘অ্যানিমেল’ দিয়ে। রণবীর কাপুরের বিপরীতে স্বল্প উপস্থিতিতেই বাজিমাত করেছেন তিনি। এ সিনেমার জোয়া চরিত্রটি তাঁকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। হয়ে উঠেছেন ভারতের ন্যাশনাল ক্রাশ।

অ্যানিমেলের সাফল্যের পর তৃপ্তি দিমরি এবার যুক্ত হলেন ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায়। ভৌতিক গল্পের এ সিনেমার প্রথম পর্বে ছিলেন অক্ষয় কুমার। দ্বিতীয় পর্বে তাঁর পরিবর্তে আসেন কার্তিক আরিয়ান। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় তাঁর নায়িকা ছিলেন কিয়ারা আদভানি। ভুল ভুলাইয়া টুর তুমুল সাফল্যের পর তৃতীয় পর্বেও যুক্ত হয়েছেন কার্তিক। তবে বদলে গেছে নায়িকা। এবার কিয়ারার বদলে ভুল ভুলাইয়ায় দেখা যাবে তৃপ্তিকে।

ইনস্টাগ্রামে গতকাল কার্তিক আরিয়ান রহস্যজনক একটি পোস্ট করেন, যেখানে এক নারীর অর্ধেক চেহারা দেখা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তাঁর পরিচয় প্রকাশ্যে আনেন কার্তিক। জানান, এই মেয়েটি আর কেউ নন, তৃপ্তি দিমরি। তাঁর ছবি পোস্ট করে কার্তিক লেখেন, ‘ভুল ভুলাইয়ার দুনিয়ায় স্বাগত তৃপ্তি দিমরি।’ ভুল ভুলাইয়ায় তৃপ্তি থাকছেন, এ খবর জানার পর থেকে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।

ভুল ভুলাইয়ার প্রথম পর্বে মঞ্জুলিকা হয়ে প্রশংসা পেয়েছিলেন বিদ্যা বালান। তৃতীয় পর্বে আবারও দেখা যাবে তাঁকে। মাধুরী দীক্ষিতও থাকবেন আরেক প্রেতের চরিত্রে। এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে ভুল ভুলাইয়া থ্রি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ