নোয়াখালী সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. জামাল উদ্দিনসহ (সনদ নম্বর ৩৩৭১) চারজনের বিরুদ্ধে ৭০ লাখ টাকার আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামিরা প্রতারণার মাধ্যমে উত্তরা ব্যাংক লিমিটেড সোনাপুর শাখা থেকে ৭০ লাখ টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে তাঁরা সরকারের ১ লাখ ১২ হাজার টাকা রাজস্ব ফাঁকি দেন।
গতকাল বৃহস্পতিবার সকালে দুদক নোয়াখালীর সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বর চর রশিদ গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শাহজাহান, সদর উপজেলার পাক কিশোরগঞ্জ জালিয়াল এলাকার সেকান্দার মিয়ার ছেলে মো. শরিফ উল্যাহ, একই এলাকার ছায়েদল হকের ছেলে সেকান্দার মিয়া এবং উত্তর ওয়াপদা পূর্ব শুল্লকিয়া গ্রামের হাজী আবদুল মান্নানের ছেলে ও সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক জামাল উদ্দিন।
দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।