ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়ায় তালগাছের চারা রোপণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের নাইঘর নন্দীপাড়া সড়কের দুই পাশে ১০০ চারা রোপণ করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহযোগিতা করে।
শেখ রাসেল দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়। চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহের। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান রোপণ কর্মসূচির নেতৃত্ব দেন।