চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল রোববার সকালে ঢাকা সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে।’ তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে।
তবে সুখবরও দিয়েছে আইএমএফ। তা হলো, ২০২২-২৩ অর্থবছরে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশ। বৈশ্বিক ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং টিকাদান কর্মসূচি গতি পাওয়ার কারণে প্রবৃদ্ধির হার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।