বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি ফাইল মন্ত্রীর নির্দেশেই গায়েব করা হয়েছে। আমার মনে হচ্ছে, আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। তাই যাতে কোনো ডকুমেন্ট না থাকে, সে জন্য এই ফাইলগুলো গায়েব করে দেওয়া হয়েছে।’
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। খাদ্য ও বিভিন্ন পণ্যের দাম বাড়ার প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
রিজভী বলেন, ‘সামনে কোন পরিস্থিতি হয়, আবার এই ফাইলগুলো থেকে কত টাকা কোন জায়গা থেকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে, তার যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে—এ জন্যই ফাইলগুলো হাওয়া করে দেওয়া হয়েছে।’ সরকার বিনা ভোটে ক্ষমতায় বসে আছে মন্তব্য করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।