পলাশে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপির আওতায় পলাশ উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে গতকাল মঙ্গলবার দুপুরে দুজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পি এ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজী ও মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন।
হুইল চেয়ার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, উপজেলার পাইসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র জুবায়ের ইসলাম ও ধলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র দিগন্ত পাল।