কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৯০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ইরি-বোরো মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হাইব্রিড ও উফশী জাতের এ সব ধান বীজ প্রদান করা হয়।
এ উপলক্ষে গত সোমবার উপজেলা কৃষি অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমুখ।