মাদারীপুরের রাজৈর উপজেলায় ‘নির্বাচনী ক্যাম্প’ খোলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় কবিরাজপুর ইউনিয়নের পান্তপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবিরাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতানের সমর্থনে পান্তাপাড়ায় একটি নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করা হয়। ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কাঞ্চন মাতুব্বরের উদ্যোগে ক্যাম্পটি করা হয়। এর উদ্বোধনের সময় একই ইউপির চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া মাতুব্বরের সমর্থকেরা কাঞ্চন তালুকদারের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় ৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত, সদস্য প্রার্থী কাঞ্চন মাতুব্বরের মা ফিরোজা বেগমকে (৬০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, ‘নির্বাচনী ক্যাম্প উদ্বোধন নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চতুর্থ ধাপে কবিরাজপুর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।