কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন ও তার চাচাতো ভাই সিরাজ উদ্দিনের পরিবারের মধ্যে এই সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন ও জিয়াউর রহমান, মনিরা খাতুন, খোদেজা খাতুন, লাভলী আক্তার, আকবর আলী ও মোহন লাল। আহতদের মধ্যে নাছির উদ্দিন, জিয়াউর রহমান, আকবর আলী ও মোহন লালকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল নাছির উদ্দিন ও তাঁর চাচাতো ভাই সিরাজ উদ্দিনের মধ্যে। নাছির উদ্দিনের কিছু জমি সিরাজ উদ্দিন জোরপূর্বক ভোগ-দখলের চেষ্টা চালান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। মাসখানেক আগেও সালিস করে সিরাজ উদ্দিনকে বলে দেওয়া হয়েছিল ওই জমিতে না যেতে। কিন্তু সিরাজ উদ্দিন সেই সিদ্ধান্ত অমান্য করে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দখলে নিতে যান। এ নিয়ে নাছির উদ্দিন ও সিরাজ উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাছির উদ্দিনসহ তাঁর পরিবারের পাঁচজন এবং সিরাজ উদ্দিনের পরিবারের দুজন সদস্য আহত হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’