হোম > ছাপা সংস্করণ

জেল পুলিশ পরিচয়ে প্রতারণা

বন্দর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

জেল পুলিশ অফিসার পরিচয়ে প্রতারণা করে ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় গত শনিবার ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের বিষয়টি তদন্ত করছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

ভুক্তভোগী সোয়াইব ইবনে মাহফুজ ফতুল্লার বড় মসজিদ এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তার বড়ভাই অর্থ ঋণের একটি মামলায় জেলে থাকার সুবাদে এই প্রতারণার জালে আটকান তিনি। এ সময় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

অভিযোগে সোয়াইব জানান, তাঁর বড় ভাই মোফাজ্জল ইবনে মাহফুজ অর্থ ঋণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছে। গত ৩ ডিসেম্বর বিকেলে ‘জয়নাল’ নামে এক ব্যক্তি সোয়াইবকে ফোন দিয়ে জেল পুলিশ কর্মকর্তার পরিচয় দেন। তিনি বলেন, সোয়াইবের ভাই জেলে মারামারি করে আরেক কয়েদিকে আহত করেছে। এতে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হবে। মামলা এড়াতে হলে ২০ হাজার টাকা বিকাশে দাবি করেন।

এই কথা শুনে মামলা থেকে বাঁচতে ৩ ধাপে ২০ হাজার টাকা পাঠায় সোয়াইব। এরপর কারাগারে যোগাযোগ করে জানতে পারেন পুরো বিষয়টি সাজানো এবং এমন কোনো ঘটনা ঘটেনি। এরপর থেকে সেই জয়নাল নামে ওই ব্যক্তির ফোন বন্ধ পান তিনি। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোয়াইব।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ‘অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা কললিস্ট চেক করব। সেই সূত্র ধরে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা করব। ঘটনার সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ