হোম > ছাপা সংস্করণ

লাল-সবুজে উষ্ণতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটু একটু করে হাওয়া যে শীতল হচ্ছে, তা টের পাওয়া যাচ্ছে বেশ। ঢাকার বাইরে ভারী সোয়েটার আর ঢাকায় সেটা না হলেও হালকা-পাতলা গরম কাপড় পরতে হচ্ছে এখন। ১৬ ডিসেম্বর আসতে আসতে কুয়াশা আরও গভীর হবে, ঠান্ডা পড়বে আরও খানিকটা। তবু কি বিজয়ের উল্লাস থেমে থাকবে বাঙালির? মোটেও না। লাল-সবুজ পোশাক গায়ে জড়িয়ে উৎসবে মেতে উঠবে সবাই। রঙিন সে পোশাকের ওপর মানানসই শীতের পোশাকও থাকবে। প্রয়োজনে মাফলারও গলায় জড়িয়ে নিতে হবে।

কালের ধারাবাহিকতায় সাদামাটা মাফলারের রঙেও বদল এসেছে। নিষ্প্রভ রঙের জায়গায় যোগ হয়েছে উজ্জ্বল রং। নকশায় এসেছে নতুনত্ব। আর দেশীয় ফ্যাশন হাউসগুলোও ইদানীং পোশাকের পাশাপাশি অনুষঙ্গের দিকেও বেশ মনোযোগী হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফটে এসেছে লাল-সবুজের দুটি উলের মাফলার। বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা ও বাংলাদেশ লেখা মাফলার দুটি নারী-পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী।

এ ছাড়া ঢাকার নিউমার্কেট, বঙ্গবাজার, নাভানা প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্র্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স, ফার্মগেট, ফরচুন মার্কেট, মৌচাক মার্কেট, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাস, কর্ণফুলীসহ যেকোনো শীতের পোশাকের দোকানে বিভিন্ন ধরনের মাফলার পাওয়া যাবে। বিজয় দিবসের পোশাকের সঙ্গে মিলিয়ে লাল বা সবুজ বা দুই রঙের মিশেলের মাফলার কিনে নিতে পারেন সেসব মার্কেট থেকে।

১০০-৪০০ টাকার মধ্যে সিঙ্গেল পার্টের মাফলার কেনা যাবে। খানিক ভারী ও চওড়া মাফলারের দাম ৫০০ টাকা বা বেশিও হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ