হোম > ছাপা সংস্করণ

১০ মিনিটে নতুন ভোটার শিখলেন ইভিএমে ভোট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে সাত দিন ব্যাপী উন্নয়ন মেলায় ১০ মিনিটে নতুন ভোটার হালনাগাদ, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন ধরনের তাৎক্ষণিক সব সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় মেলার স্টলে বসে গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন সেবা দিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল থেকে সাত দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সরেজমিন দেখা গেছে উপজেলা নির্বাচন অফিসের সামনে মেলার স্টলে বসে লোকজনদের সেবা দিচ্ছেন নির্বাচন কর্মকর্তা। সেখানে একটি টেবিলের ওপর রাখা হয়েছে ইভিএম মেশিন। মেলায় আগত লোকজন সেই ইভিএম মেশিনে কিভাবে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে হয় সেটি দেখছেন এবং শিখছেন।

একই সঙ্গে আবার কেউ নতুন ভোটার হতে এসেছেন, তাঁদের মাত্র ১০ মিনিটের মধ্যে ছবিসহ ভোটার হালনাগাদের সব কাজ সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে স্মার্টকার্ড বিতরণ, ভোটার স্থানান্তর, নাম সংশোধনসহ নানা বিষয়ে লোকজন সরাসরি সেবা পেয়েছেন উন্নয়ন মেলায়।

মেলায় কথা হয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী প্রিয়া রানীর সঙ্গে। তিনি বলেন, মেলায় নির্বাচন অফিসে এসে তিনি নতুন ভোটার হয়েছেন। সময় লেগেছিল মাত্র ১০ মিনিট। নির্বাচন কর্মকর্তা নিজে সব কাজ করে দিয়েছেন। এতে তিনি খুশি হয়েছেন।

নতুন স্মার্ট কার্ড পাওয়া এ. এস. এম জুলফিকার বলেন, ‘মেলা দেখতে এসে স্মার্ট কার্ড হাতে পেলাম। খুব অল্প সময়ের মধ্যে কার্ডটি পেয়ে খুব ভালো লাগছে।’

গৃহবধূ মিনা বলেন, ‘আমি নির্বাচন অফিসে এসেছিলাম ভোটার স্থানান্তর করার জন্য। আমার সব কাজ খুব অল্প সময়ের মধ্যে তাঁরা করে দিয়েছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, দেশ আজ অনেক এগিয়েছে। প্রযুক্তির এই যুগে প্রায় সব ধরনের সেবা এখন হাতের মুঠোয় পাওয়া যায়। সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য এবং সাধারণ নাগরিকদের তাঁদের সেবা দেওয়ার জন্য মেলার স্টলে বসে মানুষকে সেবা দেওয়া হচ্ছে। এখানে বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে ইভিএম মেশিনে কিভাবে ভোট দেওয়া যায় এই বিষয়টি সবচেয়ে বেশি দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, ‘সুবর্ণজয়ন্তী এবং মুক্তির উৎসব। এই উপলক্ষে সারা দেশের মতো আক্কেলপুর উপজেলাতেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেলার কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ যেমন স্বাধীনতার ৫০ বছরে আমাদের যে প্রাপ্তি পদ্মা সেতুর মতো বড় বড় প্রজেক্ট বাংলাদেশ নিজেই করতে পারে, এই যে সক্ষমতা বাংলাদেশের এটাই মানুষকে জানানো এই মেলার মূল উদ্দেশ্য।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ