গৌরনদী প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল জাটকা জব্দ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
জানা যায়, বেপারী নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি বাক্স বোঝাই জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা। বাসটির চালক ও সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।